স্কুলের টয়লেটের জানালায় যুবকের ঝুলন্ত মরদেহ
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার চর-কোটাকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালার গ্রিলের সাথে ঝুলছিল সাগর মোহাম্মদ শেখ (৩৫) নামে এক যুবকের লাশ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছে। নিহত সাগর শেখ উপজেলার চর-কোটাখোল গ্রামের কবির শেখের ছেলে। তিনি জাহাজে চাকুরি করতেন।
জানা গেছে, উপজেলার চর-কোটাখোল গ্রামের সাগর মোহাম্মদ শেখের দুই স্ত্রী ছিল। প্রথম পক্ষের স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে সে দ্বিতীয় বিবাহ করেন। বুধবার রাতে দ্বিতীয় স্ত্রীর সাথে কথা কাটাকাটি একপর্যায়ে সে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাডির পাশে সরকারি চর-কোটাকোল প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালার গ্রিলের সাথে গলায় গামছা পেচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বৃহস্পতিবার দুপুরে বলেন, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।