সৌদি ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা, দা নিয়ে থানায় স্বামী
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জে সৌদি ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম-শিল্পী আক্তার (২৩)। ঘটনার পর দাসহ স্বামী সফর আলী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
কমলগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামে রবিবার (৫ মে) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নিহত শিল্পী আক্তার সাড়ে ৩ মাস আগে সৌদি আরব গিয়েছিলেন। স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে দালালকে চাপও দিচ্ছিলেন স্বামী সফর আলী । স্বামীর চাপে দালালচক্র শিল্পী আক্তারকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করে। শনিবার (৪ মে) দেশে ফিরে স্বামীর বাড়িতে উঠেন শিল্পী আক্তার। দেশে ফেরার পর স্বামী সফর আলী জানতে পারেন তার স্ত্রী তিন মাসের গর্ভবতী। এ নিয়ে তিনি অভিযোগও করেন।
৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন জানান, স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটির জেরে রবিবার (৫ মে) বেলা ১১টার দিকে দা দিয়ে শিল্পী আক্তারকে গলা কেটে হত্যা করা হয়। নিহত শিল্পী আক্তার ৫ বছরের একটি ছেলে রয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান, আসামি পুলিশি হেফাজতে রয়েছে।