ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছর সৌদি আরবে হজে গিয়ে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতরে নাম-মো. আসাদুজ্জামান। এ বছর হজে গিয়ে এই প্রথম কোন হাজী মারা গেলেন। ১৫ মে মদিনায় তিনি মারা যান। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪।

শনিবার (১৮ মে) ভোর ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

জানা যায়, মো. আসাদুজ্জামান মদিনায় মসজিদে নববীতে হঠাৎ অজ্ঞান হয়ে পরেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মো. আসাদুজ্জামানের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সাতাশী গ্রামে।

চলতি বছরের হজ ফ্লাইট শুরুর পর শুক্রবার (১৮ মে) রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তবে এখনো চার হাজার ২৫৬ হজযাত্রীর ভিসা হয়নি।

জানা যায়, চলতি বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এরমধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে এক হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সাথে যাবেন।

এই পর্যন্ত সৌদি আরব যাওয়ার হজফ্লাইট পরিচালিত হয়েছে ৬৮টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি ও সৌদি এয়ারলাইন্সের ২৩টি।

আগামী ১৬ জুন চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১০:০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

চলতি বছর সৌদি আরবে হজে গিয়ে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতরে নাম-মো. আসাদুজ্জামান। এ বছর হজে গিয়ে এই প্রথম কোন হাজী মারা গেলেন। ১৫ মে মদিনায় তিনি মারা যান। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪।

শনিবার (১৮ মে) ভোর ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

জানা যায়, মো. আসাদুজ্জামান মদিনায় মসজিদে নববীতে হঠাৎ অজ্ঞান হয়ে পরেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মো. আসাদুজ্জামানের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সাতাশী গ্রামে।

চলতি বছরের হজ ফ্লাইট শুরুর পর শুক্রবার (১৮ মে) রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তবে এখনো চার হাজার ২৫৬ হজযাত্রীর ভিসা হয়নি।

জানা যায়, চলতি বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এরমধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে এক হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সাথে যাবেন।

এই পর্যন্ত সৌদি আরব যাওয়ার হজফ্লাইট পরিচালিত হয়েছে ৬৮টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি ও সৌদি এয়ারলাইন্সের ২৩টি।

আগামী ১৬ জুন চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।