সোহেল চৌধুরী হত্যা/ আজিজ মোহাম্মদ ভাইয়ের যাবজ্জীবন, খালাস ৬ আসামি
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
নায়ক সোহেল চৌধুরী হত্যা ঘটনায় দায়ের করা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলো- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকি। একই সাথে প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক আরুণাভ চক্রবর্ত্তী এই রায় ঘোষণা করেন। এর আগে চলতি বছরের ২৯ এপ্রিল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই মামলায় রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পাওয়া ৬ আসামি হলো- হারুন অর রশিদ, মো. সিলিম খান,তারিক সাইফ মামুন, ফারুক আব্বাসী, আশিষ রায় চৌধুরী ও সানজিদুল ইসলাম।
উল্লেখ্য, রাজধানীর বনানীতে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।