সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে কোল্ড স্টোরেজ থেকে ১২ টন পচা খেজুর জব্দ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের কোল্ট স্টোরেজ থেকে বিপুল পরিমাণ খেজুর জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে স্টার মাল্টিপারপাস কোল্ট স্টোরেজে অভিযান চালিয়ে এসব খেজুর জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুস সালাম। তিনি জানান, মঙ্গলবার (১২ মার্চ) সকালের এই অভিযানে ১২ টনেরও বেশি মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর জব্দ করা হয়। এসব খেজুর সুকৌশলে প্রক্রিয়াজাত করে আবারও বাজারজাত করার চেষ্টা হচ্ছিল।