সেন্ট জোসেফ গীর্জায় অনুষ্ঠিত হলো ইষ্টার সানডে’র মহাখ্রীষ্টযাগ
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
‘খ্রীষ্ট পুনরুত্থিত হয়েছে আল্লেলুইয়া’ এই বাক্যকে ভিক্তি করে খ্রিষ্টান ধর্মাম্বলীরা গভীর উৎসাহ ও উদ্দীপনা নিয়ে,ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করলো অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পর্ব।
রবিবার (৩১ মার্চ ) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল সদর উপজেলা অধীনে সেন্ট যোসেফ গীর্জায় উদযাপন হলো ইষ্টার সানডে উৎসব। সেন্ট জোসেফ গীর্জার সহকারী যাজক ফাদার রবার্ট নকরেক সিএসসি এর নেতৃত্বে একযাক তরুণ- তরুণী গানের দল সমকন্ঠে পরিবেশন করেন গান ও শোভাযাত্রা তারই মধ্যদিয়ে আরম্ভ হলো পর্বের মূল ধর্মীয় খ্রিষ্টযাগ।
আর এই খ্রিস্টযাগ অনুষ্ঠিত মধ্যদিয়ে শুরু হয় ইস্টার পর্বের মূলপর্ব।এই ইস্টার পর্বে উপস্থিত থেকে খ্রিস্টযাগ উৎসর্গ করেন সিলেট খ্রিষ্টান ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, খ্রিষ্টযাগে উপস্থিত থেকে সহযোগীতা করেন শ্রীমঙ্গল সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চ এর পালপুরোহিত ফাদার ড.জেমস শ্যামল গমেজ সিএসসি, মৌলভীবাজার গিয়াসনগর মাইনর সেমিনারী রেক্টর ফাদার ফ্রান্সিসকো,আধ্যাত্মিক পরিচালক ফাদার জোসেফ তপ্ন, নটরডেম স্কুল এন্ড কলেজের ছাত্রপরিচালক ফাদার মৃণাল ম্রং সিএসসি ,নটরডেম স্কুল এন্ড কলেজের ফাদার বিকাশ কুজুর সিএসসি, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সাব-প্যারিসের পরিচালক ফাদার কল্লোল, বিশপ হাউজ থেকে ফাদার লিংকন হাজং’সহ ঢাকা থেকে আগত ফাদার, ব্রাদার,সিস্টারসহ দু’হাজার অধিক ধর্মীয় বিশ্বাসী খ্রিস্টভক্ত।
খ্রিস্টযাগে বিশপ বলেন, আজ হলো আনন্দ দিন কারণ খ্রিষ্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরুত্থান শুধু নির্দিষ্ট একটি ঐতিহাসিক সময়ে সীমাবদ্ধ রইনি।আমরা আজ আনন্দিত শুধু খ্রিষ্ট মৃত্যু থেকে জীবিত থাকতে নয়,বরং প্রভু পুনরুত্থান আমাদের জীবনে প্রতিদিন ঘটছে। যতবার আমরা পাপের জীবনে থাকি ততবারই আমাদের মৃত্যু ঘটে।পাপ থেকে মন পরিবর্তন করলে যীশু খ্রিষ্টের জীবনে আমরা সকলে প্রবেশ করি।খ্রিষ্টের ভালবাসায় আমরা জীবিত হয়ে উঠি। খ্রিষ্ট পুনরুত্থান মাধ্যমে আমরা পাপের ক্ষমা লাভ করেছি,প্রভু যীশু খ্রিষ্ট পুনরুত্থান করেছে বলে আমরা পুনরুত্থিত হয়ে আমাদের জীবনে বিশ্বাসে নতুন সুচনা হয়েছে।
সেন্ট যোসেফ গীর্জা’র পালপুরোহিত ফাদার ড.জেমস শ্যামল গমেজ সিএসসি বলেন দীর্ঘ চল্লিশ দিন উপবাস, ত্যাগস্বীকার, দয়াদানের মধ্যদিয়ে খ্রীষ্টভক্তরা তপস্যাকাল পালন করে আজ ইষ্টার সানডে পর্ব উদযাপন করেছেন। কয়েক দিন থেকে বৈরী আবহাওয়া ফলে বৃষ্টিপাত হচ্ছে এ জেলায়।
পুনরুত্থিত খ্রীষ্টের কৃপায় সুন্দর ভাবে আমরা এই স্হানে(সেন্ট যোসেফ গীর্জায়) ইস্টার সানডে পর্ব পালন করতে পেরে মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
আরও জানা যায় যে, সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশ অধীনে চারটি জেলা নিয়ে গঠিত। আর এ চারটি জেলা অধীনে বিভিন্ন জেলা- উপজেলায় রয়েছে মিশনের গীর্জাগুলো এবং প্রত্যেক গীর্জা উপাসনালয়ে আজ উদযাপন হচ্ছে মৃত্যুঞ্জয়ী যীশু খ্রিষ্টের পুনরুত্থান ইস্টার পর্ব।তবে এই সেন্ট যোসেফ গীর্জা শ্রীমঙ্গলে সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ উপস্থিত থেকে বৃহত্তর আকারে ইস্টার পর্ব পালন করা হয়েছে।