সেতু বন্ধ করে আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
সমাবেশের শুরুতেই ছাত্রলীগের বাধা ও মারধরের অভিযোগ তুলে দুই ঘন্টাব্যাপী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর উপর কোটা আন্দোলনের পক্ষে সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (১৬৫ জুলাই) বেলা ১০ টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত তারা সেতুর উপর সমাবেশ করে। এসময় সেতুর দুই পাড়ে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট দেখা যায়। পরে পুলিশ ও কলেজ অধ্যক্ষের অনুরোধে সেতু থেকে সরে যায় শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থীরা জানান, পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ করতে শিক্ষার্থীরা সমবেত হওয়ার সময় বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কয়েকজন সাধারণ শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে কোটা আন্দোলনের সমর্থন জানিয়ে ও কোটা সংস্কারের দাবিতে সেতুতে অবস্থান নিয়ে সমাবেশ করে তারা। এসময় সেতুতে যান চলাচল বন্ধ করে দুই ঘন্টা অবস্থান নেয় তারা।
শিক্ষার্থীদের সমাবেশে উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে আমরাও একমত। কিন্তু সেতু বন্ধ করে আন্দোলন যৌক্তিক নয়। আমাদের সাথে আলোচনা করে পরবর্তীতে দাবি আদায় না হলে শান্তিপূর্ণ আন্দোলন করবে।