সংবাদ শিরোনাম ::
সেতু থেকে পড়ে গেলো যাত্রীবাহী বাস, নিহত ৫, আহত ৩০
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১২:১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
ভারতের ওড়িশায় জাজপুরে সেতু থেকে একটি যাত্রীবাহী বাস পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটল। এতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
দেশটির পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানায়, ওই দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ৩০ জনের বেশি। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিকে তোলার চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনা কবলিত যাত্রবাহী বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলো। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ এবং দমকল বারবাটি সেতুর কাছে পৌঁছায়। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের অ্যাম্বুল্যান্সে ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে। আর গুরুতর আহতদের পাঠানো হয় কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে।