https://bangla-times.com/
ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

সুইমিং পুলে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ । ২৫ জন
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিং পুলে গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এই ঘটনাটি ঘটে।

নিহতের নাম- মুহাম্মদ সোয়াদ (১৯)। তিনি দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। মহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন সোয়াদ। তার গ্রামের বাড়ি বগুড়ায়।

সোহাগ ও সাগর নামের দুই শিক্ষার্থী জানান, তারা গরমের কারণে দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সুইমিংপুলে বন্ধুদের সাথেগোসল করতে যান। এ সময় সাঁতার কাটতে গিয়ে সোয়াদ পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।