ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় বিএসএফের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন বিএসএফের প্রতিনিধিদল। মঙ্গলবার (৫ মার্চ) সকালে বিএসএফের মহাপরিচালক শ্রী নিতিন আগ্রাওয়ালের (আইপিএস) নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছায়। বিজিবির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিএসএফ মহাপরিচালক ও তার পত্নী শ্রীমতি স্মিতা আগ্রাওয়ালসহ ভারতীয় প্রতিনিধিদলকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং তাঁর পত্নী নওরীন আশরাফ।

এরপর বিমানবন্দর থেকে বিএসএফ প্রতিনিধিদল বিজিবি সদর দপ্তরে পৌঁছান। সেখানে পিলখানার ‘সীমান্ত গৌরব’-এ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়াও বিজিবি সীমান্ত পরিবার কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক নওরীন আশরাফের আমন্ত্রণে বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছেন। বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল বিজিবি সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এবং সীমান্ত অফিসার্স লেডিস ক্লাবের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বিএসএফ মহাপরিচালকের এই সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বিরাজমান পারস্পরিক আস্থা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিসহ উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৪তম সীমান্ত সম্মেলন শেষে আগামী ৯ মার্চ ২০২৪ তারিখে বিএসএফ প্রতিনিধিদল ভারতে ফিরে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় বিএসএফের প্রতিনিধিদল

সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন বিএসএফের প্রতিনিধিদল। মঙ্গলবার (৫ মার্চ) সকালে বিএসএফের মহাপরিচালক শ্রী নিতিন আগ্রাওয়ালের (আইপিএস) নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছায়। বিজিবির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিএসএফ মহাপরিচালক ও তার পত্নী শ্রীমতি স্মিতা আগ্রাওয়ালসহ ভারতীয় প্রতিনিধিদলকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং তাঁর পত্নী নওরীন আশরাফ।

এরপর বিমানবন্দর থেকে বিএসএফ প্রতিনিধিদল বিজিবি সদর দপ্তরে পৌঁছান। সেখানে পিলখানার ‘সীমান্ত গৌরব’-এ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়াও বিজিবি সীমান্ত পরিবার কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক নওরীন আশরাফের আমন্ত্রণে বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছেন। বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল বিজিবি সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এবং সীমান্ত অফিসার্স লেডিস ক্লাবের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বিএসএফ মহাপরিচালকের এই সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বিরাজমান পারস্পরিক আস্থা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিসহ উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৪তম সীমান্ত সম্মেলন শেষে আগামী ৯ মার্চ ২০২৪ তারিখে বিএসএফ প্রতিনিধিদল ভারতে ফিরে যাবেন।