https://bangla-times.com/
ঢাকারবিবার , ১২ মে ২০২৪
  • অন্যান্য

সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশী নিহত

বান্দরবান প্রতিনিধি
মে ১২, ২০২৪ ২:০২ অপরাহ্ণ । ২৪ জন
Link Copied!

বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি সদর ইউপির সীমান্ত ৪৮ নং পিলারের ভিতরে আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১২ মে) সকাল আনুমানিক ৯টার দিকে ঘটনাটি ঘটেছে ।

স্হানীয় জানান আবুল কালাম, রোববার (১২ মে) সকালে প্রতিদিনের ন্যায় বাংলাদেশ থেকে অবৈধ পথে মিয়ানমারের আরাকান আর্মির জন্য খাদ্য সামগ্রি নিয়ে সীমান্তের ৪৮ নং পিলার ছেলির টাল নামক স্থান দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রবেশ করে। এতে এক আরাকান আর্মির এক সদস্যর সাথে অজানা এক বিষয়ে কথা কাটাকাটির একপ্রযায় তার (আবুল কালামের) মাথায় গুলি করলে তার মৃত্যু হয়। নিহত ব‌্যক্তি নাইক্ষ‌্যংছড়ি সদর ইউপির বামহাতিরছড়ার মৃত্যু বদিউজ্জামানের ছেলে আবুল কালাম (২৮) বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে, সদর ইউপ চেয়ারম্যান মোঃ নুরুল আবছার ইমন জানান, সে আমার এলাকার তবে লাশ টি পেরত আনার চেষ্টা চলছে।