সিজারের বিল পরিশোধ করতে না পেরে নবজাতককে বিক্রি করলেন মা
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুরে হাসপাতালে সিজারের বিল পরিশোধ করতে করেত নবজাতক সন্তানকে বিক্রি করে দিলেন মা। পরে নবজাতকের বিবার অভিযোগে ওই শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার (৩ এপ্রিল) জেলার রাজারহাট থেকে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ।
জানা যায়, উলিপুর উপজেলার মনারকুটি গ্রামের গোলাম হোসেনের স্ত্রী শিরিনা আক্তার সিজারের মাধ্যমে চলতি মাসের ২৩ তারিখ পুত্র সন্তানের জন্ম দেন। স্বামী খোঁজ খবর না নেওয়ায় বাধ্য হয়ে হাসপাতালের সিজারের টাকা পরিশোধের জন্য ২৬ মার্চ নবজাতক পুত্র সন্তানটিকে বিক্রি করে দেন মা। এরপর নবজাতকের বাবা হাবিবুর রহমান বুধবার (৩ এপ্রিল) দুপুরের দিকে শিশু সন্তানটিকে ফিরিয়ে পেতে উলিপুর থানায় অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর উলিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন থেকে ওই শিশুটিকে উদ্ধার করে। পরে নবজাতকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, শিশু সন্তানটিকে ফিরে পেয়ে খুব আনন্দিত বাবা-মা।