ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিইসি’কে স্ব-শরীরে ভোট প্রত্যক্ষ করার আহব্বান চেয়ারম্যান প্রার্থীর

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরী হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) স্ব-শরীরে চাটখিল এসে ভোট গ্রহণ প্রত্যক্ষ করার আহব্বান জানিয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেড.এম আজাদ খান।

শুক্রবার (১৭ মে) বিকালে চাটখিলে নিজ বাসভবনে এক সংবাদক সম্মেলনে সিইসি’কে তিনি এ আহব্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী কর্মকান্ড শুরুর পর থেকেই তার নির্বাচনী কর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধমকিসহ প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে। এসব ঘটনায় রিটার্নি কর্মকর্তা, সহকারী রিটার্নিয় কর্মকর্তা ও থানা পুলিশে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। দোয়াত কলম প্রতিকের প্রার্থী (বর্তমান উপজেলা চেয়ারম্যান) জাহাঙ্গীর কবিরের পক্ষে থানার ওসি সরাসরি অবস্থান নিয়েছেন। এতে প্রতীয়মান ওসি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা হারিয়েছেন।

জেড.এম আজাদ খান সনংবাদ সম্মেলনে আরও বলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান দোয়াত কলমের প্রার্থী জাহাঙ্গীর কবির। তিনি যে কলেজের সভাপতি সেই কলেজের শিক্ষকদের প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়ে নির্বাচনে তাদের মাধ্যমে ভোট জালিয়াতির শঙ্কা রয়েছে।

সংকবা সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী আজাদ খানের কর্মী-সমর্থকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চাটখিল থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে পক্ষপাতমূলক কর্মকান্ডের অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে ওসির বিরুদ্ধে কোন অভিযোগ ওঠলে নির্বাচনের সময় তাকে প্রত্যাহার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিইসি’কে স্ব-শরীরে ভোট প্রত্যক্ষ করার আহব্বান চেয়ারম্যান প্রার্থীর

সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরী হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) স্ব-শরীরে চাটখিল এসে ভোট গ্রহণ প্রত্যক্ষ করার আহব্বান জানিয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেড.এম আজাদ খান।

শুক্রবার (১৭ মে) বিকালে চাটখিলে নিজ বাসভবনে এক সংবাদক সম্মেলনে সিইসি’কে তিনি এ আহব্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী কর্মকান্ড শুরুর পর থেকেই তার নির্বাচনী কর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধমকিসহ প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে। এসব ঘটনায় রিটার্নি কর্মকর্তা, সহকারী রিটার্নিয় কর্মকর্তা ও থানা পুলিশে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। দোয়াত কলম প্রতিকের প্রার্থী (বর্তমান উপজেলা চেয়ারম্যান) জাহাঙ্গীর কবিরের পক্ষে থানার ওসি সরাসরি অবস্থান নিয়েছেন। এতে প্রতীয়মান ওসি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা হারিয়েছেন।

জেড.এম আজাদ খান সনংবাদ সম্মেলনে আরও বলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান দোয়াত কলমের প্রার্থী জাহাঙ্গীর কবির। তিনি যে কলেজের সভাপতি সেই কলেজের শিক্ষকদের প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়ে নির্বাচনে তাদের মাধ্যমে ভোট জালিয়াতির শঙ্কা রয়েছে।

সংকবা সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী আজাদ খানের কর্মী-সমর্থকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চাটখিল থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে পক্ষপাতমূলক কর্মকান্ডের অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে ওসির বিরুদ্ধে কোন অভিযোগ ওঠলে নির্বাচনের সময় তাকে প্রত্যাহার করা হবে।