সংবাদ শিরোনাম ::
সারা দেশে ৩ দিনের কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
সারা দেশে আগামী ৭২ ঘণ্টায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ মে) বিকালে সংস্থাটি এই তথ্য জানা যায়।
আবহায়া অধিদপ্তরের সতর্কবাতায় বলা হয়েছে, বুধবার (৮ মে) বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে।
এদিকে বুধবার (৮ মে) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।