সারাদেশে টানা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
তীব্র তাপপ্রবাহের দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। এর ফলে জনমনে স্বস্তিও এসেছে। এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে সার দেশে ১০ দিন কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডাব্লিউওটি)। সংস্থাটি আরও বলছে, রোববার (৫ মে) থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিনই বৃষ্টি হতে পারে।
সংস্থাটির চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশ জানান, রোববার (৫ মে) থেকে ১৫ মে পর্যন্ত সারা দেশে বৃষ্টি হবে। এই সময়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দেশের সব বিভাগেই বৃষ্টি হবে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি তুলনামূলকভাবে কম হবে।
তিনি আরও বলেন, রাজধানীতে ১০ দিনের মধ্যে ৯ দিনই বৃষ্টির হওয়ার সম্ভাবনা বেশি। বিকেল কিংবা সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। তবে তা হবে সর্বোচ্চ ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী।
সংস্থাটির আবহাওয়ার পূর্বাবাসে আরও বলা হয়, রোববার (৫ মে) থেকে সারাদেশে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।