ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক অভিশ্রুতির পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুনে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রি ওরফে বৃষ্টি খাতুনের পরিচয় মিলেছে। ডিএনএ টেষ্টের প্রতিবেদনে বেরিয়ে এসেছে তার পরিচয়। অভিশ্রুতির বাবা হলেন- সবুজ শেখ ওরফে শাবলুল আলম। মা বিউটি খাতুন।

শনিবার (৯ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ফরেনসিক ল্যাবে তার পরিচয় শনাক্ত হয়। রোববার (১০ মার্চ) সিআইডি থেকে ওই প্রতিবেদন থানায় পাঠানো হয়।

সিআইডি ডিআইজি (ফরেনসিক) এ কে এম নাহিদুল ইসলাম বলেন, অভিশ্রুতি ওরফে বৃষ্টি খাতুনের বাবা-মা দাবিদার সবুজ শেখ ও বিউটি খাতুনের কাছ থেকে ডিএনএ নমুন সংগ্রহ করা হয়। নিহত নারীর মৃতদেহ থেকেও ডিএনএ নমুনা নেওয়া হয়। এরপর সিআইডি ল্যাবে পরীক্ষা করা হয়। তাতে দেখা গেছে, অভিশ্রুতি বা বৃষ্টির বাবা সবুজ শেখ ও মা বিউটি খাতুন।

তিনি আরও বলেন, ডিএনএ প্রতিবেদন থানায় তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। মরদেহ বাবা-মা দাবিদারের কাছে হস্তান্তরের জন্য বলা হয়েছে।

এর আগে ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর বেইলি রোডে ভবনে ভয়াবহ আগুনে নিহত হয় ৪৬ জন। এরমধ্যে বৃষ্টি খাতুনও ছিলেন। বৃষ্টি তার বন্ধু ও সহকর্মীদের কাছে অভিশ্রুত শাস্ত্রি নামে পরিচিত ছিলেন। কিন্তু অভিশ্রুতি শাস্ত্রি নামে নিজেকে পরিচয় দেওয়ার কারণে তার তার মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়। মৃত্যুর পর মন্দিরের পুরোহিত তাকে নিজেদের ধর্মালম্বী দাবি করেন। অন্যদিকে, সবুজ শেখ ও বিউটি খাতুন বাবা-মা দাবি করেন।

নিহত সাংবাদিক বৃষ্টির গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের প‌শ্চিমপাড়ায়। কলেজের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রেও অভিশ্রুতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিক অভিশ্রুতির পরিচয় মিলেছে

সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুনে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রি ওরফে বৃষ্টি খাতুনের পরিচয় মিলেছে। ডিএনএ টেষ্টের প্রতিবেদনে বেরিয়ে এসেছে তার পরিচয়। অভিশ্রুতির বাবা হলেন- সবুজ শেখ ওরফে শাবলুল আলম। মা বিউটি খাতুন।

শনিবার (৯ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ফরেনসিক ল্যাবে তার পরিচয় শনাক্ত হয়। রোববার (১০ মার্চ) সিআইডি থেকে ওই প্রতিবেদন থানায় পাঠানো হয়।

সিআইডি ডিআইজি (ফরেনসিক) এ কে এম নাহিদুল ইসলাম বলেন, অভিশ্রুতি ওরফে বৃষ্টি খাতুনের বাবা-মা দাবিদার সবুজ শেখ ও বিউটি খাতুনের কাছ থেকে ডিএনএ নমুন সংগ্রহ করা হয়। নিহত নারীর মৃতদেহ থেকেও ডিএনএ নমুনা নেওয়া হয়। এরপর সিআইডি ল্যাবে পরীক্ষা করা হয়। তাতে দেখা গেছে, অভিশ্রুতি বা বৃষ্টির বাবা সবুজ শেখ ও মা বিউটি খাতুন।

তিনি আরও বলেন, ডিএনএ প্রতিবেদন থানায় তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। মরদেহ বাবা-মা দাবিদারের কাছে হস্তান্তরের জন্য বলা হয়েছে।

এর আগে ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর বেইলি রোডে ভবনে ভয়াবহ আগুনে নিহত হয় ৪৬ জন। এরমধ্যে বৃষ্টি খাতুনও ছিলেন। বৃষ্টি তার বন্ধু ও সহকর্মীদের কাছে অভিশ্রুত শাস্ত্রি নামে পরিচিত ছিলেন। কিন্তু অভিশ্রুতি শাস্ত্রি নামে নিজেকে পরিচয় দেওয়ার কারণে তার তার মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়। মৃত্যুর পর মন্দিরের পুরোহিত তাকে নিজেদের ধর্মালম্বী দাবি করেন। অন্যদিকে, সবুজ শেখ ও বিউটি খাতুন বাবা-মা দাবি করেন।

নিহত সাংবাদিক বৃষ্টির গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের প‌শ্চিমপাড়ায়। কলেজের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রেও অভিশ্রুতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন।