সাঁতার না জানায় রাজশাহীতে পানিতে ডুবে ১৬ জনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
রাজশাহীতে চলতি এপ্রিল মাসে পানিতে ডুবে মারা গেছে ১৬ জন। এর অধিকাংশ পদ্মায় ডুবে মৃত্যু হয়েছে। শুকনো মৌসুমে পদ্মায় নদীতে এমন মৃত্যু কখনো শুনা যায়নি।
সর্বশেষ মঙ্গলবার (২৩ এপ্রিল) পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়। আর চলতি মাসে পদ্মা নদীতে ডুবে মারা গেছে আরও ৯ জন।
মঙ্গলবার (২৩ এপ্রিল)পদ্মা নদীর শ্যামপুর ঘাটে গোসল করতে নেমে তিন কিশোর মারা গেছে। এরপর ফায়ার সার্ভিস এসে তাদের মরদেহ উদ্ধার করে। তারা হলো- যুবরাজ (১২), আরিফ (১৩) ও জামাল (১২)।
১৪ এপ্রিল রাজশাহীর বাঘায় বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে মারা যায় জান্নাত খাতুন (৮)। তবে এখরো ঝিলিক খাতুন (১২) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।
১৯ এপ্রিল (শুক্রবার) পদ্মা নদীর মুর্শিদপুর এলাকার খেয়াহাটের ডুবে মারা যায় ১০ বছরের ছেলে সিয়াম হোসেন সজিব। শনিবার (২০ এপ্রিল) বাঘা উপজেলায় পদ্মা নদীতে নৌকায় করে গোসল করতে গিয়ে মারা যান আসাদ হোসেন (১৮)।
রোববার (২১ এপ্রিল) পবায় পদ্মায় গোসলে নেমে বাপ্পি হোসেন (১৬) ও মনির হোসেন (২০) মারা যান। আল আমিন (১২) গোসল করতে নেমে এবং সাঁতার শিখতে গিয়ে রানা মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। মঙ্গলবার (২ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়। শনিবার (৬ এপ্রিল) শিবগঞ্জে দুই শিশুর মৃত্যু হয়। মারা শিশুরা হলো- প্রিয়াঙ্কা (১১) ও মো. আজিজুল হক (১১) এবং মো. জিহাদ (১১) ।
রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু সামা এ বিষয়ে বলেন, গত কয়েকদিন থেকে রাজশাহীতে পানিতে ডুবে মৃত্যু বেড়েই চলছে। আ
তিনি বলেন, যারা মারা যাচ্ছেন তাদের অনেকেই সাঁতার জানতো না। আবার অনেকেই সাঁতার জানতো। কিন্তু একজন ডুবে যাচ্ছে দেখে আরেকজন ধরতে গিয়ে দুজনই ডুবে মারা যাচ্ছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা।