সংবাদ শিরোনাম ::
সাঁতার কাটতে গিয়ে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমের মধ্যে পুকুরে বেশি সময় ধরে সাঁতার কাটতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে সময় চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড হারলা এলাকার বসু মাঝির বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- প্রকাশ মীম্পা (৮) প্রকাশ নিফা (৯)। স্থানীয়রা জানান, তারা দু’জন গোসল করতে নেমে সাঁতার কাটার চেষ্টা কালে পানিতে ডুবে য়ায়। পরবর্তীতে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে উঠতে দেখে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষ শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।