সংবাদ শিরোনাম ::
সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৫ মে) এই ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬০৩ জন। পাসের হার ৯ দশমিক ৭২।
ফল প্রকাশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে করা হয়েছে। শনিবার (৪ মে) ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে শুর হয়ে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। পরীক্ষার্থীয় আংশ নেন ছয় হাজার ২০২ জন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ১০৮ জন।
সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে (১৭শ বিজেএস) নিয়োগ পাবেন ১০০ জন। তবে পদসংখ্যা বাড়তে কিংবা কমতে পারে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজেএস। গত ৩ মার্চ আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ মার্চ।