সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঈশ্বরদী
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে পাবনার ঈশ্বরদীতে। ২৩ মার্চ থেকে ১০ দিন ধরে ৩০ ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। টানা তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে এখানকার জনজীবন।
সোমবার (১ এপ্রিল) সকালে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। তাদাহের কারণে সড়কে মানুষের সাথে যানবাহন চলাচলও কমেছে।
তীব্র তাপদাহের কারণে ১লা বৈশাখ ও ঈদুল ফিতরের কেনাকাটায় ছেদ পড়েছে। তীব্র গরমে রোজাদারদের প্রাণ ওষ্ঠাগত। প্রখর রোদে শ্রমজীবী মানুষ পড়েছে চরম বিপাকে।
এদিকে, তীব্র গরমে বয়স্ক, শিশুরা পড়েছে সব থেকে বেশি ভোগান্তিতে। তীব্র তাপদাহে পানিশূন্যতায়ও অসুস্থ হচ্ছেন অনেকে। জরুরি কাজ না থাকলে কেউ বাইরে বের হচ্ছেন না। প্রাণীকূলও তীব্র গরমে চরম বেকায়দায়।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীতে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। রোববার (৩১ মার্চ) ঈশ্বরদীতে ৩৬ ডিগ্রি তাপমাত্রা থাকলেও একদিনের ব্যবধানে সোমবার (১ এপ্রিল) বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি রেকর্ড করা হয়।