সংবাদ শিরোনাম ::
‘সরকার গণতন্ত্রের কথা বললেও স্বৈরতন্ত্র কায়েম করেছে’

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:২০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তারা স্বৈরতন্ত্র কায়েম করেছে। তারা দেশে বাকশাল-২ গঠন করেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন।
তিনি বলেন, মেগা উন্নয়নের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী দলের নেতাদের নামে এক লাখ মামলা দিযেছে। ৫০ লাখ নেতাকর্মীকে মিথ্যা অভিযোগ দিয়ে কারারুদ্ধ করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়ার স্বাধীনতার ঘোষণা কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ শুনেছে। তারা জেনেছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতে চলেছে।