‘সরকারের নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান, যা দুঃখজনক’
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, জননিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান ও নেতিবাচক বিবৃতি দেয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ মন্তব্য করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকারের নিরাপত্তা বিষয়ক সংস্থা পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে যে নির্দেশনা জারি করেছিল সেই নির্দেশনা উপেক্ষা করে উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান করা ছিল হঠকারী ও দুঃখজনক। তাদের এ আচরণে সরকার খুবই ব্যথিত ও মর্মাহত।
তিনি বলেন, পহেলা বৈশাখে রমনা বটমূলে এবং উদীচীর অনুষ্ঠানে বোমা হামলায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এ ঘটনায় অনেকে পঙ্গু হয়েছে। হলি আর্টিজান, শোলাকিয়া ময়দান ও সিলেটে ঈদের জামাতের জঙ্গি হামলা প্রতিরোধ করতে গিয়ে কয়েকজন পুলিশ জীবন উৎসর্গ করেছেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৩ সালে বাংলা শতবর্ষ বরণ করার সময় বেগম খালেদা জিয়ার সরকার বাধা দিয়েছিল। তাদের বাধা দেয়ার উদ্দেশ্য ছিলো বাঙালির সার্বজনীন, অসাম্প্রদায়িক এই উৎসবকে নিরুৎসাহিত করা। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তিযু্দ্ধের চেতনায় বিশ্বাসী সব সংগঠনসহ আওয়ামী লীগ তথা আমরা সবাই সোহরাওয়ার্দী উদ্যানে পহেলা বৈশাখ উদযাপন করেছিলাম।