https://bangla-times.com/
ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল

নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ । ২৮ জন
Link Copied!

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা বহাল থাকবে। এর ফলে মুক্তিযোদ্ধা কোটায় প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ৩০ শতাংশ আবেদনে আর কোন বাধা রইলো না।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা/ দেড় মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার

বুধবার (৫ জুন) সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন : দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন মহাপরিচালক

২০১৮ সালে নবম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দীর্ঘদিনের আন্দোলনের পর নবম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এই সিদ্ধান্তের পর নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর এই পরিপত্র জারি করা হয়।