সমাজচিত্র পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের পাঠক প্রিয় সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ (মঙ্গলবার) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ এর সভাতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শরফুউদ্দীন।
আরও উপস্থিত ছিলেন-টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, প্রেসক্লাবের সদস্য ও ডেইলী ষ্টার পত্রিকার জেলা প্রতিনিধি মির্জা শাকিল ও মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি কবি মাহমুদ কামাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার সম্পাদক মো. মামুনুর রহমান মিয়া। আলোচনায় বক্তারা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ সময় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।