‘সন্ত্রাসীরা কোন দল বা গ্রুপের তা দেখার সুযোগ নেই’
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
যশোর কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেছেন, পুলিশ হচ্ছে দুষ্টের দমন এবং সৃষ্টের লালন। সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই, ডাকাতি,চাকুবাজ, কিশোর গ্যাং দমনে যেমন আপোষহীন, তেমনি সমাজে ভালো মানুষগুলো যারা সমাজকে লালন এবং ভাল কাজগুলো করেন পুলিশ তাদের লালন করেছে এবং করছে। সন্ত্রাসী চাঁদাবাজ কিশোর গ্যাংসহ অপরাধীদে কোন ছাড় নাই। সন্ত্রাসীদের কোন কালার রং না দেখে অপরাধী হিসাবে দেখে তাদের দমনে করা হচ্ছে আগামিতে সে ধারা অব্যাহত থাকবে । কোন দল এবং গ্রুপে এগুলো দেখার সুযোগ নেই। আমি কোতোয়ালি থানার ওসি হিসাবে আছি অপরাধীদের সাথে কোন আপষ করি নাই তাই কোন ছাড় নাই।
রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষ্ণবাটি গ্রামে এলাকাবাসী সাথে মাদক বিরোধী এক মত বিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি একথা বলেন।
আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শহারুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালমা পারভীন কিয়া, মামুন গাজি, আজিজুল ইসলাম,আব্দুল করিম রাজু,শফিকুল ইসলাম প্রমুখ।এ সময় চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, আমি আমার ইউনিয়নে দেখিনা এবং দেখব না কে কোন দল করে । কে আমাকে ভোট দিল আর কে আমাকে ভোট দেয়নি। ইউনিয়ন বাসি সবাই আমাকে ভোট দিয়েছে। ভোট সবাই দিয়েছে বলেই চেয়ারম্যান হতে পেরেছি।রাজ নিতি করতে হলে ইউনিয়নে নয় জেলা নিয়ে রাজনিতি করি এবং করব। আমি আওয়ামীলীগের রাজনিতি করি জামাত বিনপির সাথে আপোষ না। কৃষ্ণবাটি গ্রামে চুরি ছিনতাই, কিশোর গ্যাং বেড়েছে ওসি সাহের সহযোগিতা পেলে এলাকার মানুষ শান্তিতে ঘুমাবে।