ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সনদ জালিয়াতিকাণ্ডে কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান ওএসডি

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে সনদ জালিয়াতির ঘটনায় ওএসডি করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন বোর্ডের পরিচালক অধ্যাপক মামুন উল হক। রোববার (২১ এপ্রিল) এই সিদ্ধান্ত হয়।

সোমবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। এদিকে, এ ঘটনায় কারিগরি বোর্ডের সচিবও নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে।

এর আগে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকায় বোর্ডের চেয়ারম্যানের আলী আকবরের স্ত্রী সেহেলা পারভীনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২১ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

এর আগে চলতি মাসের ১ এপ্রিল সনদ জালিয়াতির অভিযোগে বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামান ও তার সহযোগী ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, সেহেলা পারভীন জড়িত থাকায় তার স্বামী কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আলী আকবরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হবে। জড়িত থাকলে তাকেও গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সনদ জালিয়াতিকাণ্ডে কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান ওএসডি

সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে সনদ জালিয়াতির ঘটনায় ওএসডি করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন বোর্ডের পরিচালক অধ্যাপক মামুন উল হক। রোববার (২১ এপ্রিল) এই সিদ্ধান্ত হয়।

সোমবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। এদিকে, এ ঘটনায় কারিগরি বোর্ডের সচিবও নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে।

এর আগে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকায় বোর্ডের চেয়ারম্যানের আলী আকবরের স্ত্রী সেহেলা পারভীনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২১ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

এর আগে চলতি মাসের ১ এপ্রিল সনদ জালিয়াতির অভিযোগে বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামান ও তার সহযোগী ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, সেহেলা পারভীন জড়িত থাকায় তার স্বামী কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আলী আকবরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হবে। জড়িত থাকলে তাকেও গ্রেপ্তার করা হবে।