‘সতর্ক থেকে সংবাদ প্রচার করতে হবে’
- সংবাদ প্রকাশের সময় : ০২:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জলদস্যুরা সব খবর দেখছে, তাই জিম্মি নাবিক ও জাহাজ ইস্যুতে সতর্ক থেকে গণমাধ্যমকে সংবাদ প্রচার করতে হবে। চট্টগ্রামে নিজ বাসভবনে শনিবার (১৬ মার্চ) সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিম্মি নাবিকদের স্বজনদের আহাজারি ও সরকারের তৎপরতার খবর রাখছে জলদস্যুরা। তাই এ বিষয়ে সতর্ক থেকে সংবাদ প্রচার করতে হবে। না হলে এতে জাহাজ ও নাবিকদের উদ্ধারে প্রভাব পড়তে পারে। নাবিক ও জাহাজ উদ্ধারে সরকার চেষ্টা চালাচ্ছে।
এদিকে, ২৩ জন বাংলাদেশি নাবিকসহছিনতাই হওয়া জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র কোনো কূলকিনারা হয়নি। ভারত মহাসাগরে মঙ্গলবার বাংলাদেশি জাহাজটিকে জিম্মি করে জলদস্যুরা। পরে সোমালিয়ার উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটিকে নোঙর করা হয়। শুক্রবার (১৫ মার্চ) সোমালিয়ান দস্যূরা সেটিকে নিয়ে অজানা গন্তব্যের দিকে রওনা হয়।