ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সচিবালয়ে ঈদের আমেজ

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ছুটি শেষে খুলেছে সচিবালয়। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে অফিস শুরু হয়। তবে উপস্থিতি কম। পরিদর্শকদেরও ভিড় নেই বললেই চলে। ঈদ পরবর্তী ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে এখনো বিরাজ করছে ঈদের আমেজ। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। তবে প্রথম দিনটা কেটেছে ঈদের শুভেচ্ছা বিনিময় করে। সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

দেখা গেছে, সচিবালয় চত্বর, করিডোর এবং প্রত্যেকের রুমে চলছে শুভেচ্ছা বিনিময় আর কোলাকুলি। তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি ছিলো কম।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে নিজ দফতরে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এরপর বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তার দফতরে আসেন। একে একে আসতে থাকেন অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

এ বছর ঈদের তিনদিন ছুটির সাথে শবই কদর, পহেলা বৈশাখ আর দুই দিনের ঐচ্ছিক ছুটি যারা নিয়েছেন তারা টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন। অতিরিক্ত ছুটি নেয়ায় সচিবালয়ে প্রথম দিনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম ছিল।

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ বছর দীর্ঘ ছুটি পেয়েছি। প্রথম কর্মদিবসে সবাই কাজে যোগ দিয়েছে।

অন্যদিকে, এ বছর লম্বা ছুটি হওয়ায় কর্মজীবী মানুষের বাড়ি যেতে কোনো ভোগান্তির শিকার হতে হয়নি। সড়ক, নৌ, রেল সব পথে ছিলো স্বস্তির ঈদযাত্রা। ঈদ শেষে মানুষ আনন্দের সুখ-স্মৃতি নিয়ে স্বস্তিতে ফিরছেন ঢাকায়।

এদিকে, প্রথমবার টানা ৬ দিনের ছুটি ভোগ করেছেন সংবাদমাধ্যমের কর্মীরা। নোয়াব ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন ছুটি ঘোষণা করে। এ কারণে ১০-১৫ এপ্রিল পর্যন্ত দেশে কোনো সংবাদপত্র প্রকাশ হয়নি। তবে বিশেষ ব্যবস্থাপনায় চালু ছিলো অনলাইন গণমাধ্যম ও টেলিভিশনগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সচিবালয়ে ঈদের আমেজ

সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

টানা ছুটি শেষে খুলেছে সচিবালয়। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে অফিস শুরু হয়। তবে উপস্থিতি কম। পরিদর্শকদেরও ভিড় নেই বললেই চলে। ঈদ পরবর্তী ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে এখনো বিরাজ করছে ঈদের আমেজ। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। তবে প্রথম দিনটা কেটেছে ঈদের শুভেচ্ছা বিনিময় করে। সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

দেখা গেছে, সচিবালয় চত্বর, করিডোর এবং প্রত্যেকের রুমে চলছে শুভেচ্ছা বিনিময় আর কোলাকুলি। তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি ছিলো কম।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে নিজ দফতরে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এরপর বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তার দফতরে আসেন। একে একে আসতে থাকেন অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

এ বছর ঈদের তিনদিন ছুটির সাথে শবই কদর, পহেলা বৈশাখ আর দুই দিনের ঐচ্ছিক ছুটি যারা নিয়েছেন তারা টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন। অতিরিক্ত ছুটি নেয়ায় সচিবালয়ে প্রথম দিনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম ছিল।

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ বছর দীর্ঘ ছুটি পেয়েছি। প্রথম কর্মদিবসে সবাই কাজে যোগ দিয়েছে।

অন্যদিকে, এ বছর লম্বা ছুটি হওয়ায় কর্মজীবী মানুষের বাড়ি যেতে কোনো ভোগান্তির শিকার হতে হয়নি। সড়ক, নৌ, রেল সব পথে ছিলো স্বস্তির ঈদযাত্রা। ঈদ শেষে মানুষ আনন্দের সুখ-স্মৃতি নিয়ে স্বস্তিতে ফিরছেন ঢাকায়।

এদিকে, প্রথমবার টানা ৬ দিনের ছুটি ভোগ করেছেন সংবাদমাধ্যমের কর্মীরা। নোয়াব ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন ছুটি ঘোষণা করে। এ কারণে ১০-১৫ এপ্রিল পর্যন্ত দেশে কোনো সংবাদপত্র প্রকাশ হয়নি। তবে বিশেষ ব্যবস্থাপনায় চালু ছিলো অনলাইন গণমাধ্যম ও টেলিভিশনগুলো।