সগিরা মোর্শেদ হত্যা: দুইজনের যাবজ্জীবন, তিন আসামি খালাস
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
সগিরা মোর্শেদ হত্যা মামলায় দুই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তিন আসামির খালাস দিয়েছেন আদালত। বুধবার (১৩ই মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা। একই সাথে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহতের ভাশুর হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২০২০ সালের ১৬ই জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের -পিবিআই পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলা সুত্রে জানাযায়, ১৯৮৯ সালের ২৫শে জুলাই সগিরা মোর্শেদ সালাম রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল থেকে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে সারাহাত সালমাকে আনতে যান। যাওয়ার পথে তিনি স্কুলের কাছাকাছি পৌঁছালে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। আত্মরক্ষায় একপর্যায়ে সগিরা মোর্শেদ দৌড় দিলে তাকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সগিরা মোর্শেদ মারা যান।
ঘটনার দিনই রমনা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন নিহত নারীর স্বামী সালাম চৌধুরী।