শোলাকিয়ায় ঈদ জামাত সকাল ১০টায়

- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে ঈদের ১৯৭তম জামাত শুরু হবে সকাল ১০টায়। এবারও জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক, ইসলাহুল মুসিলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।
ঈদগা মাঠ প্রস্তুতি, মুসল্লিদের প্রতি নির্দেশনা এবং নিরাপত্তা বিষয়ে পদক্ষেপসমূহ অবগত করানোর জন্য রবিবার (৭ এপ্রিল) শোলাকিয়া ঈদগাহে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং র্যাব-১৪ ময়মনসিংহ অঞ্চলের অধিনায়ক মো. মহিবুদ্দিন খন্দকার।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এ বছরও দূরের মুসল্লিদের ঈদ জামাতে যাতায়াতের সুবিধার্থে ঈদের দিন সকালে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এছাড়া দূর থেকে আসা মুসল্লিদের থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে। শোলাকিয়ায় পুলিশ ও র্যাবের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।