শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মে) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
মন্দিরে প্রার্থনার সময় বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার পর বাংলাদেশের স্বাধীনতা ছিনতাই হয়ে গিয়েছিলেঅ। ছিনতাই হওয়া স্বদেশ আবার ফিরিয়ে এনছেন শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বলে তার কাছে বাংলার মানুষের প্রত্যাশা আরো বেশি।
বক্তারা আরো বলেন, বিগত শিল্পবিপ্লবগুলোতে বাংলাদেশ একশো বছর পিছিয়ে ছিলেঅ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবে বিশ্বের আথে তাল মিলিয়ে চলছে। এ অগ্রযাত্রায় শামিল হতে ছাত্রদের পড়াশোনা ও বিজ্ঞানচর্চায় আরও মনোযোগ বাড়াতে হবে।