শুক্রবার চলবে মেট্রোরেল!
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
এবার যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে শুক্রবারও চলবে মেট্রোরেল। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা সপ্তাহে ৬ দিন চলাচল করছে।
জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে সপ্তাহের ৭ দিন অর্থাৎ শুক্রবারও মেট্রোরেল চলবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমনটা্ি প্রস্তুতি নিচ্ছে।
ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, এ রকম কোনো সিদ্ধান্ত হয়, তাহলে আমাদের এমডি এম এ এন ছিদ্দিক স্যার সংবাদ সম্মেলন করে জানাবেন।
বর্তমানে মেট্রোরেল দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে। আর মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
শেষ ট্রেন ছাড়ে রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে। মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যায় রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে।