শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৭
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
গাজা উপত্যকার দেইর এল-বালাহ এলাকা ও জাবালিয়া শরণার্থীশিবিরে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ১৭ জন নিহত হয়েছে। শনিবার (২ মার্চ) এ হামলা হয়েছে। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা জানিয়েছে, ওই এলাকার দুটি শরণার্থী শিবিরের তিনটি তিনটি আবাসিক ভবনে এসব হামলার ঘটনা ঘটেছে।
ওয়াফা এবং আল-জাজিরা আরবির সংবাদকর্মীরা জানিয়েছে, শুধু দেইর এল-বালাহ এলাকাতেই ১৫ জন নিহত হয়েছেন। সেখানে দুটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আহতও হয়েছেন বেশ কয়েকজন।
ওয়াফা আরও জানিয়েছে, জাবালিয়ায় একটি আবাসিক ভবনে হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ভবনটিতে ৭০ জন উদ্বাস্তু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।
জাবালিয়ার ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে কতজন চাপা পড়ে আছেন, সে ব্যাপারেও নিশ্চিত তথ্য জানা যায়নি। স্থানীয় সংবাদকর্মীরা বলেছেন, ভবনটিকে উদ্ধারকাজ চলছে। আগামীকাল সকালের মধ্যে হয়তো সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।