সংবাদ শিরোনাম ::
শনিবারও খোলা স্কুল-কলেজ!
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
তীব্র তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আগামী ২৮ এপ্রিল। আর স্কুল ও কলেজ খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
একই সাথে আগামী ৪ মে থেকে স্কুল-কলেজে শনিবারও ক্লাস চলবে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান যে তাপমাত্রা বিরাজ করছে তা দেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি বন্ধ থাকবে।