ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে তিন রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। সোমবার (১০ জুন) ভোরে রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- মো. ইলিয়াছ (৩১),মো. ইছহাক (৫৪) ও ফিরোজ খান (১৮)। আহতরা হলো- আব্দুল হক (৩২),আব্দুস শুক্কুর (৫৫) ও আব্দুল মোনাফ (৬০)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, রোববার (১০ জুন) ভোরে রোহিঙ্গা মো. ইলিয়াছকে সন্ত্রাসী সংগঠন আরএসওর সদস্যরা প্রথমে গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ে ও তলপেটে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর আরেক সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা ঘটনাস্থলে এসে আরএসওর সমর্থক মো. ইছহাক, ফিরোজ খান, আব্দুল হক, আব্দুস শুক্কুর ও আব্দুল মোনাফকে গুলি করে। আহতদের চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ইছহাক ও ফিরোজ খানকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৩

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে তিন রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। সোমবার (১০ জুন) ভোরে রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- মো. ইলিয়াছ (৩১),মো. ইছহাক (৫৪) ও ফিরোজ খান (১৮)। আহতরা হলো- আব্দুল হক (৩২),আব্দুস শুক্কুর (৫৫) ও আব্দুল মোনাফ (৬০)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, রোববার (১০ জুন) ভোরে রোহিঙ্গা মো. ইলিয়াছকে সন্ত্রাসী সংগঠন আরএসওর সদস্যরা প্রথমে গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ে ও তলপেটে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর আরেক সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা ঘটনাস্থলে এসে আরএসওর সমর্থক মো. ইছহাক, ফিরোজ খান, আব্দুল হক, আব্দুস শুক্কুর ও আব্দুল মোনাফকে গুলি করে। আহতদের চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ইছহাক ও ফিরোজ খানকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।