দুই হাজার ইয়াবাসহ যুবক আটক
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আরিফ আকাশ (৩০) নাকে এক যুবককে ৬ মার্চ (বুধবার) গভীর রাতে আটক করে।
আরিফ আকাশ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পৌর হাজিপুর (খালাসী বাড়ী) আবুল কালামের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিফ কক্সবাজারের চিহ্নিত মাদক কারবারি সিফা ইয়াসমিনের কাছ থেকে দুই পিচ ইয়াবা ট্যাবলেট কিনে আনেন বিক্রির জন্য। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরিফকে ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
আরিফকে গ্রেপ্তার দেখিয়ে ৭ মার্চ (বৃহস্পতিবার )দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সিফা ইয়াসমিনকে একই মামলার পলাতক আসামি দেখানো হবে।






















