ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

র‍্যাঙ্কিংয়ে ভাটা পড়েছে সাকিবের

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হরে আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। প্রস্তুতি ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারে নাজমুল হোসেন শান্তর দল। নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজের পারফরম্যান্সের প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও।

বুধবার (২৯ মে) র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। তাতে দেখা যায়, টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডারের জায়গা হারিয়েছেন সাকিব। নেমে গেছেন দুইয়ে। তার রেটিং পয়েন্ট ২২৩। সাকিবকে টপকে এখন শীর্ষে লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ব্যাটারদের র‍্যাংকিংয়েও অবনতি সাকিবের। যৌথভাবে ৮২তম স্থানে রয়েছেন তিনি। অপরদিকে, বোলিংয়ের ক্ষেত্রেও একই অবস্থা তার। সাকিবের অবস্থান এখন ৩১ নম্বরে।

প্রসঙ্গত, সবশেষ যুক্তরাষ্ট্র সিরিজে সাকিবের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৬ রান। ১৮ গড় ও ১০২.৮৫ স্ট্রাইকরেটে এই রান করেন তিনি। এছাড়া ৭.৪০ ইকোনমিতে নিয়েছেন একটি উইকেট। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ যাত্রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

র‍্যাঙ্কিংয়ে ভাটা পড়েছে সাকিবের

সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হরে আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। প্রস্তুতি ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারে নাজমুল হোসেন শান্তর দল। নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজের পারফরম্যান্সের প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও।

বুধবার (২৯ মে) র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। তাতে দেখা যায়, টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডারের জায়গা হারিয়েছেন সাকিব। নেমে গেছেন দুইয়ে। তার রেটিং পয়েন্ট ২২৩। সাকিবকে টপকে এখন শীর্ষে লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ব্যাটারদের র‍্যাংকিংয়েও অবনতি সাকিবের। যৌথভাবে ৮২তম স্থানে রয়েছেন তিনি। অপরদিকে, বোলিংয়ের ক্ষেত্রেও একই অবস্থা তার। সাকিবের অবস্থান এখন ৩১ নম্বরে।

প্রসঙ্গত, সবশেষ যুক্তরাষ্ট্র সিরিজে সাকিবের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৬ রান। ১৮ গড় ও ১০২.৮৫ স্ট্রাইকরেটে এই রান করেন তিনি। এছাড়া ৭.৪০ ইকোনমিতে নিয়েছেন একটি উইকেট। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ যাত্রা।