https://bangla-times.com/
ঢাকাশনিবার , ৪ মে ২০২৪

রোববার খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
মে ৪, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ । ২৪ জন
Link Copied!

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার (৫ মে) থেকে। এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (৪ মে) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২৫ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপন নং ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ)-২১৪ এর শর্তাদি পালন সাপেক্ষে রবিবার (৫ মে) থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

তীব্র তাপপ্রবাহের মধ্যে গত ২৮ এপ্রিল থেকে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এর পরদিন হাইকোর্ট সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে।