রেলওয়ে থানার অভিযানে হারানো বাইক উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে সিগন্যাল অফিসের সামনে থেকে হারিয়ে যাওয়া এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল কয়েক ঘন্টার ব্যবধানে সাড়াশি অভিযান চালিয়ে উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
জানা গেছে, বুধবার (২০ মার্চ) রাতে সান্তাহার রেলগেটের ভিতরে সিগন্যাল অফিসের সামনে থেকে অজ্ঞাত নামা সংঘবদ্ধ চক্রের চোর কর্তৃক চুরি করে নেওয়া এ্যাপাসি আরটিআর মোটর সাইকেলটি কয়েক ঘণ্টার মধ্যে সান্তাহার রেলওয়ে থানার আফিসার ইনচার্জ মোক্তার হোসেনের নেতৃত্বে সাড়াশি অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়েছে।
মোটরসাইকেলটির স্বত্বাধিকারী নওগাঁ জেলার নাছি বলেন, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমার চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করে দেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে রেলগেইট এলাকার সিগন্যাল অফিসের সামনে থেকে চুরি হয়ে যাওয়া গাড়িটি উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে।