https://bangla-times.com/
ঢাকারবিবার , ২৬ মে ২০২৪
  • অন্যান্য

রেমালের কারনে বরিশালে নৌ ও আকাশ পথে যোগাযোগ বন্ধ

শাহ জালাল, বরিশাল
মে ২৬, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ । ৪৪ জন
Link Copied!

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার (২৬ মে) সকাল থেকে বরিশালে ২০ নটিক্যাল মাইল বেগে দমকা বাতাস বইতে শুরু করেছে। এরপর বিকেল পড়তেই বাতাসের গতিবেগ বেড়েই চলছে। সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এরমধ্যে বরিশালের সাথে নৌ ও আকাশ পথের যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বরিশালের নদ নদীর পানির উচ্চতা বাড়তে শুরু করেছে।

বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানিয়েছেন, রোববার (২৬ মে) একটি ফ্লাইট ছিলো। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল বিমান বন্দর থেকে সব বিমানের ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। সব প্রকারের মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ স্থানে অবস্থান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।