https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪

রাজশাহীতে প্রতিবন্ধী মাঝে সেলাই মেশিন ও ছাগল প্রদান

সোহরাব হোসনে সৌরভ, রাজশাহী
এপ্রিল ৪, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ । ৪৮ জন
Link Copied!

প্রফেশনাল সোসাল ওয়ার্কার্স ফাউন্ডেশন (পি.এস.ডবিøউ.এফ) রাজশাহী উদ্যোগে দারিদ্র প্রতিবন্ধী পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন ও ছাগল প্রদান হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজশাহী জেলা পরিষদের প্রাঙ্গনে দুপুর ১২টায় সেলাই মেশিন ও ছাগল প্রদান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান।

আরও উপস্থিত ছিলেন-(পি.এস.ডব্লিউ.এফ) কর্মকর্তা আতিকুল ইসলাম, আনছার আলী,দেলোয়ার হোসেন,কামরুজ্জামান, সোলেমান আলী, আব্দুস সবুর,আব্দুল মমিন ও রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক ও (পি.এস.ডবিøউ.এফ) সভাপতি মো: মোজাম্মেল হক।

এ সময় দারিদ্র প্রতিবন্ধী নারী ও পুরুষের হাতে ৪ টি সেলাই মেশিন ও ২ জনকে ছাগল প্রদান করা হয়।