রাজশাহীতে দফায় দফায় সংঘর্ষ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ৮/১০টি হাত বোমার বিস্ফোরণ ঘটনো হয়।
সংঘর্ষ ও বোমার আঘাতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মনির সবুজসহ অন্তত ৭ শিক্ষার্থী আহত হয়েছে। এরমধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানায়, বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে কোটা সংস্কারের নামে আন্দোলনকারীরা লাঠি হাতে সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। আন্দোলনকারিরা পালানোর সময় হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
এদিকে, রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় মহিলা কলেজের সামনে পুলিশের গাড়ির ওপর হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। পুলিশের গাড়ি থেকে নেমে ড্রাইভার নিজের পান রক্ষা করে।
বোয়ালিয়া থানার ওসি হুমায়ন কবীর জানান, রাজশাহীর নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। লাঠিসোঁটা নিয়ে মিছিলে তারা অংশ নেয়। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজের সামনে পুলিশের গাড়িতে হামলা করে। তারা পুলিশকে লক্ষ করে ইটপাট্কেল ছুড়ে।