ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে কারিতাসের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে লায়ন্স ক্লাব অব রাজশাহী ও লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন এর সহযোগীতায় রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় আলোকিত শিশু প্রকল্পের ডিআইসিতে (পদ্মা আবাসিক) কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও আলোকিত শিশু প্রকল্পের পথশিশুদের নিয়ে জাতীয় শিশু দিবস উদযাপন করা পালন করা হয়েছে ।

উক্ত দিবসে পথশিশুদের রক্তের গ্রুপিং,চক্ষু পরিক্ষা, জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি চিত্রাঙ্কন,ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি ডা.এস,এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাবের সভাপতি মো: রবিউল আওয়াল,লায়ন্স সচিব তসলিমা ডালিয়া, লিও ক্লাব উপদেষ্টা,মখলেসুর রহমান, লায়ন্স ও লিও ক্লাবের সদস্যগণ, এবংআলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তাগণ। সভায় সভাপত্বি করেন মো: ফরিদুল ইসলাম জুনিয়র কর্মসূচি কর্মকর্তা(আলোকিত শিশু প্রকল্প)। সভায় প্রধান অতিথি বলেন লায়ন্স ক্লাব হলো বিপদের বন্ধু, তিনি বলেন,যেখানে সমস্যা সেখানে লায়ন্স ক্লাবকে পাওয়া যাবে। সারা বাংলাদেশে লায়ন্স ক্লাবের সদস্য দুই লক্ষের অধিক। কারিতাসের আলোকিত শিশু প্রকল্প সেহেতু পথশিশুদের নিয়ে কাজ করে। পথশিশুদের সহায়তা করার জন্য লায়ন্স ক্লাব কারিতাসের সব সময় পাশে থাকবে। লিও ক্লাবের সভাপতি বলেন আমরা অল্প কিছু সহায়তা দিচ্ছি আগামীতে আরো সহায়তা করা হবে।

দিবসে মোট ৮৩ জন উপস্তিত ছিল। রক্তের গ্রুপিং করা হয় ৪৩ জনের, চক্ষু পরীক্ষা হরা হয় ৫৪ জনের, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১জন,শিক্ষা উপকরণ(খাতা-২টি,স্কেল-১টি কলম ১টি, পেন্সিল-২টি রাবার-১টি) প্রদান করা হয় ৩৫ জন পথশিশুকে।

সভায় সভাপতি মো: ফরিদুল ইসলাম লায়ন্স ও লিও ক্লাবকে ধন্যবাদ জানান আলোকিত শিশু প্রকল্পের পথশিশুদের সহায়তা করার জন্য। আগামীতে আরো সহায়তা প্রত্যাশা করে এবং সকলের সুসাস্থ্য কামনা করে উক্ত দিবসের সমাপ্ত ঘোষনা করেন। সভা সঞ্চালনায় ছিলেন সামুয়েল বাস্কে মাঠ কর্মকর্তা(আলোকিত শিশু প্রকল্প)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে কারিতাসের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে লায়ন্স ক্লাব অব রাজশাহী ও লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন এর সহযোগীতায় রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় আলোকিত শিশু প্রকল্পের ডিআইসিতে (পদ্মা আবাসিক) কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও আলোকিত শিশু প্রকল্পের পথশিশুদের নিয়ে জাতীয় শিশু দিবস উদযাপন করা পালন করা হয়েছে ।

উক্ত দিবসে পথশিশুদের রক্তের গ্রুপিং,চক্ষু পরিক্ষা, জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি চিত্রাঙ্কন,ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি ডা.এস,এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাবের সভাপতি মো: রবিউল আওয়াল,লায়ন্স সচিব তসলিমা ডালিয়া, লিও ক্লাব উপদেষ্টা,মখলেসুর রহমান, লায়ন্স ও লিও ক্লাবের সদস্যগণ, এবংআলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তাগণ। সভায় সভাপত্বি করেন মো: ফরিদুল ইসলাম জুনিয়র কর্মসূচি কর্মকর্তা(আলোকিত শিশু প্রকল্প)। সভায় প্রধান অতিথি বলেন লায়ন্স ক্লাব হলো বিপদের বন্ধু, তিনি বলেন,যেখানে সমস্যা সেখানে লায়ন্স ক্লাবকে পাওয়া যাবে। সারা বাংলাদেশে লায়ন্স ক্লাবের সদস্য দুই লক্ষের অধিক। কারিতাসের আলোকিত শিশু প্রকল্প সেহেতু পথশিশুদের নিয়ে কাজ করে। পথশিশুদের সহায়তা করার জন্য লায়ন্স ক্লাব কারিতাসের সব সময় পাশে থাকবে। লিও ক্লাবের সভাপতি বলেন আমরা অল্প কিছু সহায়তা দিচ্ছি আগামীতে আরো সহায়তা করা হবে।

দিবসে মোট ৮৩ জন উপস্তিত ছিল। রক্তের গ্রুপিং করা হয় ৪৩ জনের, চক্ষু পরীক্ষা হরা হয় ৫৪ জনের, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১জন,শিক্ষা উপকরণ(খাতা-২টি,স্কেল-১টি কলম ১টি, পেন্সিল-২টি রাবার-১টি) প্রদান করা হয় ৩৫ জন পথশিশুকে।

সভায় সভাপতি মো: ফরিদুল ইসলাম লায়ন্স ও লিও ক্লাবকে ধন্যবাদ জানান আলোকিত শিশু প্রকল্পের পথশিশুদের সহায়তা করার জন্য। আগামীতে আরো সহায়তা প্রত্যাশা করে এবং সকলের সুসাস্থ্য কামনা করে উক্ত দিবসের সমাপ্ত ঘোষনা করেন। সভা সঞ্চালনায় ছিলেন সামুয়েল বাস্কে মাঠ কর্মকর্তা(আলোকিত শিশু প্রকল্প)।