সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে অনুষ্ঠিত হলো পেনশন মেলা
রাজশাহী ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
রাজশাহীতে বিভাগীয় পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। সর্বজনীন পেনশন স্কিমের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শুক্রবার (১৯ এপ্রিল) এই পেনশন মেলা আয়োজন করা হয়।
নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘রাজশাহী বিভাগীয় পেনশন মেলা’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মুখ্যসচিব বলেন, সরকারি চাকুরীজীবীদের মমো সাধারণ মানুষও যেন পেনশন পায় সেজন্য সরকার সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে।
রাজশাহীতে আয়োজিত মেলার প্রশংসা করে তিনি বলেন, বাণিজ্য মেলা-কৃষি মেলা এই পেনশন মেলার কাছে ফেল করে গেছে।