সংবাদ শিরোনাম ::
রমজানের প্রথমার্ধে ওমরাহ পালন করলেন ৮০ লক্ষাধিক মুসল্লি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
রমজান মাসের প্রথম ১৫ দিনে ৮০ লাখেরও বেশি মুসল্লি ওমরাহ পালন করেছেন। বুধবার (২৭ মার্চ) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া।
দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ৮২ লাখ ৩৫ হাজার ৬৮০ মুসুল্লি চলতি মৌসুমে ওমরাহ পালন করেছেন।
এদিকে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালনের ওপর বিধিনিষেধ আরোপ করে। পবিত্র এই মাসে ভিড় কমাতে এমন উদ্যোগ নেয় দেশটির মন্ত্রণালয়। যাতে সবাই স্বচ্ছন্দে ওমরাহ পালন করতে পারে।