যৌন নিপীড়নের বিচার চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জবি ছাত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবার প্রতিকার চেয়ে রাষ্ট্রপতি ও আচার্য বরাবর আবেদন করেছেন।
অভিযোগকারী ছাত্রী গতকাল মঙ্গলবার বঙ্গভবনে আবেদনটি জমা দিয়ে আসেন। আবেদনে তিনি যৌন নিপীড়ন ও বুলিংয়ের বিচার চেয়েছেন। আবেদন গ্রহণের অনুলিপি সংবাদে দিয়েছেন ছাত্রী।
আবেদনে ছাত্রী বলেন, ২০২১ সালের ডিসেম্বরে উপাচার্যের কাছে বিচার চেয়ে আবেদন করেছিলেন। বিচার এখনো পাননি। উল্টো অভিযুক্ত শিক্ষক ও তাঁর সমর্থনে বিভাগের চেয়ারম্যান তাঁকে স্নাতক পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করিয়েছেন। অভিযুক্ত শিক্ষকেরা তাঁকে বহিষ্কারের হুমকি দেন। অন্য শিক্ষার্থীদের থেকে তাঁকে বিচ্ছিন্ন করে মানসিকভাবে নির্যাতন করেন। তাঁরা মৃত্যুহুমকি দিয়ে যাচ্ছেন। তাঁকে আত্মহত্যায় পথে ঠেলে দিচ্ছেন। তাই তিনি বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেন।
শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় যৌন হয়রানিসহ নানা নিপীড়নের বিরুদ্ধে এই শিক্ষার্থী সোচ্চার হন। সেখানে অবন্তিকার ব্যাপারে কথা বলতে গিয়ে নিজের প্রসঙ্গ টানেন তিনি।