https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪

যুবলীগ নেতা শহিদুল সরকারের ইদসামগ্রী বিতরণ

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জ
এপ্রিল ৯, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ । ৮১ জন
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর দুই শতাধিক পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণ করেছেন, আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সরকার। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের বিশ্বরোড় মোড়স্থ শাহনেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে এসব ইদসামগ্রী বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সমাজের অসহায় দরিদ্র মানুষের মাঝে এসব ইদসামগ্রী প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন-শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, ০৫ নম্বর ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি আব্দুল মতিন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সাবেক ছাত্রনেতা ফাহিম সরকার, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম লিটন, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান পরশ, বিশিষ্ট ব্যবসায়ী ইশতিয়াক আহমেদ রাজনসহ আ.লীগ, যুবলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।