সংবাদ শিরোনাম ::
যুবলীগ নেতা জামাল হত্যা: ৯ আসামির মৃত্যুদণ্ড, খালাস ৫ জন
কুমিল্লা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল হোসেন ওরফে বাক্কা জামাল হত্যা মামলায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুসহ ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আরও ৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১২ মে) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় ঘোষনা করেন।
মামলার বিবরণে প্রকাশ, ২০১৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল হোসেন ওরফে বাক্কা জামালকে ঢাকায় যাওয়ার পথে গুলি করে ও কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বোন জোহরা আক্তার চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।
আদালতের পি পি অ্যাডভোকেট জহিরুল হক সেলিম জানান, যুবলীগ নেতা জামল হত্যা মামলায় ৯ জন আসামির মৃত্যুদণ্ড এবং ৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। ৫ আসামিকে খালাস দেয়া হয়েছে।