সংবাদ শিরোনাম ::
মোবাইল ইন্টারনেট চালু হতে পারে রবিবার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
আগামী রবি বা সোমবার (২৯ জুলাই) চালু হতে পারে মোবাইল ইন্টারনেট সেবা । এ তথ্য জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)।
শুক্রবার (২৬ জুলাই) এ কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, মোবাইল ইন্টারনেট সঞ্চালন লাইন ও ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে। ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে এজন্য পরীক্ষা-নিরীক্ষা করছি। সবকিছু ঠিক থাকলে রবি বা সোমবার চালুর পরিকল্পনা রয়েছে।
গত ২৩ জুলাই রাতে ৫ দিন বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এরপরদিন বুধবার রাতে সারাদেশে বাসাবাড়িতে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পাওয়া গেলেও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট।