https://bangla-times.com/
ঢাকাসোমবার , ১০ জুন ২০২৪
  • অন্যান্য

মোদির মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন কারা?

বাংলা টাইমস্
জুন ১০, ২০২৪ ১২:৫৩ পূর্বাহ্ণ । ৩৫ জন
Link Copied!

অপেক্ষার পালা শেষ। রোববার (৯ জুন) সন্ধ্যায় শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নজির ছুঁয়ে তিনবারের মতো দেশের মসনদে বসলেন তিনি। তার সাথে শপথ নিলেন আরও ৭১ জন।

নতুন মোদি সরকারে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অমিত শাহ (বিজেপি, গান্ধীনগর),রাজনাথ সিং (বিজেপি, লখনউ), জগৎপ্রকাশ নাড্ডা (বিজেপি),নির্মলা সীতারমণ (বিজেপি, রাজ্যসভা), শিবরাজ সিং চৌহান (বিজেপি, বিদিশা), মনোহরলাল খাট্টার (বিজেপি, কর্নাল), পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী (বিজেপি, রাজ্যসভা),এইচডি কুমারস্বামী (জেডিএস, মাণ্ড্য), এস জয়শংকর (বিজেপি, রাজ্যসভা),নীতিন গড়করি (বিজেপি, নাগপুর), ধর্মেন্দ্র প্রধান (বিজেপি, রাজ্যসভা), সর্বানন্দ সোনেওয়াল (বিজেপি, ডিব্রুগড়), জিতনরাম মাঁঝি (হাম, গয়া),বীরেন্দ্র কুমার (বিজেপি, তিকামগড়), রামমোহন নায়ডু (টিডিপি, শ্রীকাকুলাম), জুয়েল ওরাওঁ (বিজেপি, সুন্দরগড়), প্রহ্লাদ জোশী (বিজেপি, ধারওয়াড়), গিরিরাজ সিং (বিজেপি, বেগুসরাই), অশ্বিনী বৈষ্ণব (বিজেপি, রাজ্যসভা), ভূপেন্দ্র যাদব (বিজেপি, অলওয়াড়), অন্নপূর্ণা দেবী (বিজেপি, কোডার্মা), গজেন্দ্র সিং শেখাওয়াত (বিজেপি, যোধপুর), জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (বিজেপি, গুনা). কিরেন রিজিজু (বিজেপি, অরুণাচল পশ্চিম), লালন সিং (জেডিইউ, মুঙ্গের), চিরাগ পাসওয়ান (লোক জনশক্তি পার্টি, হাজিপুর), মনসুখ মাণ্ডব্য (বিজেপি, পোরবন্দর), হরদীপ সিং পুরী (বিজেপি, রাজ্যসভা), জি কিষেণ রেড্ডি (বিজেপি,সেকেন্দ্রাবাদ), সি আর পাটিল (বিজেপি, নবসারি)।

এছাড়াও শপথ নিয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী। আরও ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। নতুন মন্ত্রিসভায় ঠাঁই হলো না কয়েকজন পুরনো নেতার। এরমধ্যে অন্যতম স্মৃতি ইরানি, রাজীব চন্দ্রশেখর, অনুরাগ ঠাকুর, নারায়ণ রানে।

নিয়ম অনুযায়ী মন্ত্রিসভার সংখ্যা লোকসভার মোট সদস্যে ১৫ শতাংশের মধ্যে থাকতে হবে। তার মানে ৫৪৩ সদস্য়ের নিম্নকক্ষে মন্ত্রিসভার সর্বোচ্চ সংখ্যা হতে পারে ৮১।